স্বপ্নের চেয়েও দূর বহু দূর
ভালোবাসা তুমি এমনি সুদূর!!
কখনো হাসাও কখনো কষ্টে ভাসাও
কখনো একাকি নিরবে কাঁদাও
কখনও অনুরাগে
প্রেম দিয়ে করে তোলো মধুর ।
ভালোবাসা তুমি এমনি সুদূর
কাছে টেনে ঠেলে দাও দূর বহু দূর॥


তোমার তরে কত জীবন ঝরে
কত বুকের পাঁজর ভাঙ্গে অকাতরে।
কত সুন্দর সাজানো সপ্ন
আশায় বুক পেতে এখনো মরে ।
কখনো হৃদয়ে তাজমহল গড়ে
করে তোল বেদনা বেদূর !
ভালোবাসা তুমি এমনি সুদূর
কাছে টেনে ঠেলে দাও দূর বহু দূর॥


তোমার তরে কত শত হয় উদাসী
যোজন যোজন হৃদয় বিহীন
ছন্নছাড়া হয় বিবাগী !
তোর শূন্যতায় দিশাহীন হয়ে
পাথর চাপা কষ্ট নিয়ে
পাড়ি দেয় অচিনপুর।
ভালোবাসা তুমি এমনি সুদূর॥


তোরে বিহনে কত রাত নির্ঘুম কেটে যায়
একাকী কত প্রহর বিলীন হয় তোর ভাবনায়।
তোর তরে বীজ না বুনতেই
সহস্র কষ্ট হৃদয়ে হয় অঙ্কুর ।
তোর কোমল পরশ বিহীন
কত হৃদয় হলো নিষ্ঠুর ।
ভালোবাসা তুমি এমনি সুদূর
কাছে টেনে ঠেলে দাও দূর বহু দূর॥