আজ কত বর্ষা পেরিয়ে
কত নিদ্রা হারিয়ে ...
ফিরে এসেছো তুমি
তিক্ত ব্যথায়,
আমার রবি তরঙ্গ ডোবার বেলায় ;


আমি ডুবে বিলীন- শেষ প্রায়,
আজ মিছে মায়ায় আমাকে হারাতে-
কে বাধা দেয় !
এ কে তুমি !!
কি তোমার পরিচয় ??


কেন তুমি দু-হাত মিলে আজ;
বন্ধু বলে বাহুতে জড়াতে চাও ,
আজ কেন কি মায়ার মৌনতায়
আমায় হারাতে বাধা দাও?


আজ কেন জল ফেলে অবাক নয়নে;
তাকাও দুখীনির বেশে,
আজ কেন আড়ালে অশ্রু আচলে মুছে;
সহস্র বেদনা নিয়েও উঠছো পাষাণীর মত হেসে।


আজ কেন তোমায় দেখে
বেদনা গুলো আর পাশে ভেড়ে না,
আজ কেন তোমায় দেখে
আমার দু-নয়নে আর জল জমে না ?


আজ কেন মলিন মুখে আমার অক্লান্তির ছাপ;
আজ কেন সর্বস্ব হারিয়েও
মোর মাঝে দেখে সবে সুখে অবয়ব ?


যবে ভালবাসার আচলে ঠেকে নিয়ে
কাছে এসে দূরে গিয়েছিলে,
অমায়ীক হাসি হেসে -
-আমায় সুখের ভেলায় ভাসিয়ে ছিলে,
তখন আমি অজানায় নিজেরে -
-অধরা মরিচিকায় বিলীন করে;
ভাসিয়েছিলাম শান্তির চলন বিলে।


আজ শত বিষন্নতা ও তিক্ততায়
অগনি তোমার সহস্র অবহেলায়,
সেই শান্তি এখন অশান্তিময় ;
সেই স্মৃতী গুলি এখন শুধুই স্মৃতীময়,
সেই দিন গুলি এখন শুধু বিষ মাখা বিস্বাদময়।