'"চল এগিয়ে চল দামাল"
"চল চল চল",
আর হাতে নয় অস্ত্র ;
আর লুটাতে দিবনা রক্ত;
প্রামাণ পেয়েছিস ''একাত্ত''রেই;
মোরাযে নয় তো "ভীতুর" দল।
"চল চল চল"।।
"যা বলবি বল",
কলম হাতেই বল।


"চল এগিয়ে চল",
দল বেঁধে চল;
আর নয় "খুন" আর নয় "গুম"
ক্ষমতাশীন দলের ভয়ে-
আর নয় নির্ঘুম;
আর যেন চোখে না পরে-
সাদা পোশাকের দল,
আর যেন না ঝড়ে অঝড়ে -
কোন তণুর মায়ের জল।


অস্ত্র ছেড়ে কলম ধর ,
জোট বেঁধে অনৈতিকতার তরে -
লিখবো রাতভর।
"চল এগিয়ে চল"
বুকে নিয়ে "বিপ্লবী" নির্ভরতার বল ।।


হও "স্বোচ্ছার" হও "আগুয়ান" ;
রুখে দাও সব রাজনৈতিক চাল,
নির্মূল করতে হবে সব-
বিষে "বিষাক্ত" নেতার দল।
দেখতে চাইনা কোন দূর্নীতিময়-  "ক্ষমতার বড়াই",
"সহজ সরল" জীবন আর-
"শান্তিময়" বাংলা চাই,
বল সব-ই জোর গলায় বল ।।


"চল এগিয়ে চল দামাল ";
নবজাগরণ মঞ্চের দিকে চল,
বাংলা নিশ্চই মুক্তি পাবে-
যা বলবি - কলম হাতেই বল ।।
"চল চল চল"
"চল দামাল চল" ।।


1 মে 2015
রোজ শুক্রবার