বলার মত অনেক কিছুই  ছিল..
তবে সব শোনার মত সঙ্গী কই ?
তাই বলতে গিয়েও থমকে গিয়ে;
বেদনাতে মুখ লুকিয়ে- কষ্ট চেপে রই!!


বলবো কি আর দুখের কথা;
শুনবো বলো কে ?
তাই বলতে গিয়েও থমকে গিয়ে,
হাসি বিলাই বেদনা লুকিয়ে !!


বেদনা আমার নিত্য সাথী
কষ্ট আমার অন্তরে ;
দুখের প্রহর সুখ কে কাদায়,
ভাসায় অপ্রাপ্তির প্রান্তরে ।।


ভাসায় আমায় ভাসি আমি;
জীবন নামের চোরাবালির ভেলায় ,
কাকে বলি দুখের কথা ;
অকূল কষ্টের এ অবহেলায়।


27-09-16
কৃতজ্ঞতা অবসর শামীম