কাব্য নিপাতনে সন্ধি আমার
অন্ধের যষ্ঠি;
অবয়ব আবেগে করে যাই -
অর্থহীন সন্ধিহান কাব্যের সৃষ্টি।


যার তরে হৃদয় তন্ত্রে
"মহা যত্নে "
গঠন করেছি -
নান্দনিক ছন্দ চয়ন মালা ,
সে যে হৃদয় খনন করে
অহেতুক ভালোবাসা জাগালো
উঁচু করে প্রেমো জ্বালা ।


যার তরে -
মনহীন পিঞ্জোর সাজাইলাম
রোজ সুভাষিত ফুল বাগিচায়,
সে তো হায় খণ্ডহীন মনকে ;
দ্বিখণ্ডিত করে গেলো-
লুকায়িত চোরাবালিতে ফেলে ;
সোতো আজ ও
আমায় প্রতিনিয়ত কাঁদায় ।


সে কেন হায়
হৃদয় খনন করে ভালোবাসি বলে জাগালো আমায়
বুকটা করে দূরু দূরু
হৃদয়ে বেড়ে ওঠে ভিতু শিহরণ
সে কেন হায় ভালোবাসি বলে
কষ্ট দিয়ে গেল আজীবন ।


16-06-16