এই তো সেদিন বট বৃক্ষের ছায়ার মতন এক প্রেম ছিল
হলুদ-নীলের এক জোড়া এক আমি আর সে ছিল
মিষ্টি মধুর সোহাগ ছিল
কাছে আসার নেশা ছিল
একই আশার নানা স্বপ্ন  ছিল
রাত পাহারার নিয়ম ছিল
রুটিন মাফিক অভিমান ছিল
অভিমান ভাঙ্গার অনুনয় ছিল
দুষ্টু কত শাসন ছিল
নানা অভিযোগের রাগ ছিল
ভালো থাকার কত যত্ন ছিল
হাসির কতেক মুহূর্ত ছিল
বেদনা ভুলার এক কোল ছিল
ঘাম মুছানোর এক আঁচল ছিল
মুখ লুকিয়ে কাঁদার বুক ছিল
এইতো সেদিন তাঁর এক আমি ছিল, আমি ছি...ল...।