পৃথিবী আজ ভুলের শহর।
কুয়াশার চাদরে ঢেকে আছে শরতের সকাল।শিশির প্রলেপে জ্বলজ্বল করছে সবুজের প্রান্তর। আমি হেঁটে চলেছি একা।
পেছনে ছেঁয়ে আছে মধুর স্মৃতিরা।
আমি সামনে যেতেই অনড়।
তোমরা আমায় পিছনে ডেকোনা।
লক্ষ্যে পৌছাতে বাঁধা হয়ে দাঁড়িওনা।
আমি ভুলের রাজ্যে অভিমানি যুদ্ধ চালাতে চাই।


এক যুগ পর কাঁচা-পাঁকা গোফ,জটলা চুল, মোটা ফ্রেমের চশমা,কাঁধে ঝোলানো ব্যাগ সাথে সঙ্গী বই।
চেনা শহরে অচেনা তুমি।
হঠাৎ আমাকে দেখে তোমার অস্থিরতা।
আমি কিছুটা হতভম্ভিত। ইতস্ততায় এড়িয়ে যাবার প্রচেষ্টায় সামনে পদার্পনের মূহুর্তেই তোমার পূরনো সেই আবেগ তাড়িত কণ্ঠ- দাঁড়াও , একটু দাঁড়াও। কেমন আছ তুমি ? কেমন আছে তোমার অভিমানি হৃদয় শহরটা ? এখনও কি ভুলে আছো আমায় ?
এসব উত্তর দেবার সময় ফুরিয়ে গেছে। ইতিতে  মরিচা পরেছে সেসব অবহেলিত পুরনো স্মৃতির। পৃথিবী আজও জানে, আপন বৃত্তে আমি আজও কতটা নিজ ধ্যান-জ্ঞানে অবিচল। খারাপ থাকার কোন অবকাশ নেই।
এখনো রাগের অধ্যায়নে সেই পুরনো ত্যাজ দেখছি!
সে তোমার ভুলের খেয়ালে,ভুলের দেখা ভুলের স্বপ্ন আঁকা আজও।
         হয়তো.....
বোঝাতে চাইনা।আমাকে যেতে হবে....আসি।