যে প্রেম জ্বালা দিল না , দিল না যন্ত্রণা
যে প্রেমে অন্ধকার সঙ্গী নয়
যে প্রেম একাকীত্ব কী বোঝাতে সক্ষম নয় ,
সে প্রেম ,প্রেম নয় গো কবি ...প্রেম নয়....॥


যে প্রেম পাগলামো জানেনা,চোখের ভাষা বোঝেনা
যে প্রেম আবেগকে প্রশ্রয় দেয়না
প্রেমিকের বেকারত্ব কে উপেক্ষা করেনা
সে প্রেম ,প্রেম নয় গো যুবক ...প্রেম নয়...॥


যে প্রেম বিধি নিষেধের শিকলে বাঁধা ,
বাঁধার দেয়াল ভেঙে মাংস পাচিল,বুক চিবুক ছোঁয় না
কেবল দেহ নয় হৃদয় স্পর্শ করেনা
সে প্রেম, প্রেম নয় গো বালিকা.. প্রেম নয়....॥


যে প্রেম  অধিকার বোঝেনা, বেঝেনা চাওয়ার আকাঙ্খা
যে প্রেমে শূন্যতার অসহায়ত্ব বারবার রাজত্ব করে না
যে প্রেমে বিশ্বাসের প্রতিদিন মৃত্যু হয় না
সে প্রেম, প্রেম নয় গো পৃথিবী ...প্রেম নয়..॥


যে প্রেম রোজ অশ্রু ঝরানো রক্ত রঞ্জিত আঁখির কার্নিশে কালো দাগ অঙ্কিত করে না
চিৎকার করে কাঁদাতে গিয়েও কাঁদায় না
কষ্ট লুকাতে মুখে হাসি ধরে রাখতে হয়না
সে প্রেম,প্রেম নয় গো যুগল ....প্রেম নয়....॥


22-02-18