মেঘে মেঘে কত ছুটাছুটি
সূর্যকে ঘিরে কত দূরন্তপনা,আর আলো ছায়ার কত রদ বদল।
আবার কিছু পরে , প্রখর তাপে ঘনিভূত হয়ে ঝরে
পরলেই -
হয়ে যায় এক আকাশ কাঁন্নার রোল।


অন্ধকারের বুকে,পূর্ণিমার রাতে, স্যাঁতস্যাতে মেঝেতে কতেক জ্যোৎস্নাময় স্বপ্ন কুড়াতে গেলে-
হঠাৎ'ই আমায় ভিজিয়ে যায় বৃষ্টির জল ।
আমি বনপারুলের দেশে ,
শঙ্খচিল বেশে, ডাহুক ডাকা ডোরে -কিছু হারাবার তরে
সঙ্কিত, হই আতঙ্কিত সকাল বিকেল।


অহেতুক দুশ্চিন্তায় মৃত্যু আলিঙ্গন ভাবনা আমার
বিরহ তার মাঝে ডুবিয়ে নেয় আমায়
দূর অদূরে ঠেলে দেয়
ধ্বংস করা সুখ-সারথী মায়াজাল।


সবার অবহেলায় বিলীন আমার,
কেউ কী স্মৃতিতে খোঁজেনা  আমায়
প্রায়ই পাশে সঙ্গ দিতে মধ্য রাতে উদিত হয় অঁধরা সপ্ত তাঁরার দল।
আমি সেই আলোতে  আনন্দিত হয়ে স্বপ্ন কুড়াতে গেলেই....
হাহাকার করে জেগে উঠে স্বপ্ন হারা শূন্য আঁচল ......।


নারায়নগঞ্জ
12-10-17