এই নাও একটা ব্যথার আতুর ঘর তোমাকেই দিলাম ।
একটা কাল বৈশাখের অভিমানী প্রহরের অবিশ্বাসের ক্ষত, আমাকে দূরে রাখে যত,
শত কষ্টে থাকার কারণ তোমাকে দিলাম।
এই নাও জীবন্মৃতের অপরিপক্ক তেইশ অধ্যায়ের বাউন্ডলে ভূবন তোমাকে দিলাম।
পাগলের প্রলাপ, কিছু ভেঙে যাওয়া সুখ আলাপ
কিছু হতাশা,হাহাকারে প্রান্তর তোমাকে দিলাম।
এই নাও আমি চলে গেলাম, একটা নোনতা জলের নদী যা বইবে নিরবধি তোমাকে দিলাম।
বিস্বাদে ভরা স্মৃতির আঙিনা, যন্ত্রণার হৃদয় দেয়াল , একটা আমি থাকা অতীত, একাকীত্বের বাদ্যপিঠ সব তোমাকেই দিলাম ,তোমাকেই দিলাম।
        
          --১২-০২-১৮