দোজখকে ছাপিয়ে তোমাকে ঘিরে গড়ে তুলছি ভালোবাসার ইমারত।
তিল তিল করে যৌবন গলা কষ্টের ধূশর পথ পাড়ি দিয়ে চলছে স্বর্গীয় সাধনের ধ্যান।
বিশ্বাসে ভিত দৃঢ় করে অবুঝ মনের অম্ল-ক্ষারক পুড়ে পুড়ে খাঁটি করা হচ্ছে হৃদয়ের বন্ধন।
প্রস্তুতি চলছে রাত গুলোকে খুব করে মিলন প্রত্যাশি করার। যোজন যোজন একাকার মিশে যাওয়ার ।
লজ্জার পাছিল উচ্ছ্বেদ করে স্বপ্ন আঁকা হচ্ছে একই তরঙ্গে ঘন ঘন শ্বাসের মেলা বসানোর।
আসর সাজানো হচ্ছে একান্তভাবে কাছাকাছি হবার।
পরিকল্পনা চলছে ,আমার অবাধ্য ঠোঁটের সাথে তোমার ঐ দশ্যি ঠোঁটের রোজ সন্ধ্যায় ঘটা করে নিয়মিত এক বৈঠক বসবে..।
রোজ আঙুলের ফাঁকে আঙুল গলিয়ে , চোখেতে চোখ রেখে দেখবো আমরা পর প্রজন্মের ইস্যু।
শক্ত করে ত্রিপিটক বক্ষে জড়ায়ে ধুক ধুক করা স্পন্দনের অনুভূতি দিয়ে ইচ্ছে মত পড়ে নেবো ধেয়ে আসা একে অন্যের বার্ধক্যের মধুর অভিমানগুলো।
এর আগে তোমার-আমার জন্য সংশোধিত ভাবে প্রকাশ পাবে নতুন এক সংবিধান।
আমার জন্য নোটিশ জারী হবে তোমার প্রতি ভালোবাসার এক বিশেষ পরিচর্যার।
এরপর-
তোমার ঐ গিরি খাত ওয়ালা বন্ধুর পথের অশান্ত গতর,
নানা অংশের উত্তাল ঢেউয়ের প্রতি ভাজের নেশারু আকর্ষণ।
তোমার ঐ উষ্ণ নরম পবিত্র শরীর, সিঁথি থেকে কপাল, কম্বন অঙ্কিত হওয়া গলার চিবুক, পিট-পেট , কোমড় হবে আমার চষে বেড়ার উন্মুক্ত কক্ষপথ।