বয়স বাড়ার ছলে
সেতো কল্পকথার গল্প অবিকল,
প্রিয় তোমার হাতটি ধরে পাড়ি দিয়েছি কতো সমুদ্রতে,
সময় গিয়েছে স্রতে ভেসে_আমরা অজানা কোন এক পাড়ে বসে ,


তোমার হাতে ওই হাতটি রেখে নক্ষত্র গুনছি একে একে ।
অতঃপর,
নির্বাক স্তব্ধ কোথাও কেউ নেই
একাকি আমরা দুজনে মাথার ওপরে প্রস্ফুটিত চন্দ্র,
যতদূর চোখ যায় শুধু জল আর জল,
জোসনা আলোকে সমুদ্র জল রৌপ্য অনুরূপ ঝিকিমিকি করছে ।
স্রোতের পানি বার বার ছুয়ে যাচ্ছে  আমাদের পা,
ক্ষীন  বাতাস বইছে সন সন শব্দে_ শব্দ হচ্ছে সমুদ্রতল স্রোতের


নক্ষত্রের রূপালী আলো পড়েছে তোমার ঠোঁটে
হাসনাহেনার মত ফুটেছে_সুবাস ছড়িয়েছে চারিদিকে ।।