প্রত্যাশা আমি আজও করি না
রিক্ত তিক্ত এই হৃদয়ের ব্যাকুল প্রচ্ছেদন
বিষন্নতা ঘিরে বসে আছি বিপন্ন নির্বাক
নিজের অগোচরে মনের ভেতর কিছু প্রশ্ন নদীর স্রোতের ন্যায় বয়ে যায়


মাঝে মাঝে ভাবিতে থাকি যদি বা এমন একটি মানুষ থাকিত
যে আমার ব্যাকুলতার খবর শুনে ছুটিয়া আসিতো
আমারে শান্ত_স্থির করিবার তরে


যেমনটি করে জীবনানন্দ দাশ দু'দণ্ড শান্তি পেত বনলতার কাছ থেকে তেমনটি করে


যেমনটি করিয়ার শরৎ বাবুর শ্রীকান্তের ছিল রাজলক্ষ্মী
যে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে_কোমল স্বরে বলিবে এত ব্যাকুলতা কিসের
আবার কখনো শাসনের স্বরে বলবে
যাহাতে তোমার সয়না তাহা না করলে কি নয়


যে আমাকে বলবে তুমি এত নিষ্ঠুর তুমি এত স্বার্থপর কেন
ভুলে যেও না আমিও আছি তোমার পাশে আছি থাকবো এ জীবনে আজীবনে


হু এ তো শুধু আমার কল্পনা