তোমার স্থায়িত্বে আমি গড়ে তুলেছি
আগামী স্বপ্ন শহর।
পিচডালা এই রাস্তায়
যে পাগল হেঁটে চলেছিলো ক্ষনিক আগে,
আমি তারই অনুচর।
আমি প্রতিবিম্ব সেই অগ্রজের,
যে ভালোবাসা পায়ে ঠেলে,
হেঁটেছিলো সমাধীর পথে।
তীব্র ঘৃণা বুকে লালন করে
যে দিন হেঁটেছিলে তোমরা,
ভালোবাসার অদৃশ্য সোপানে।


কারুকাজে আজি লেগেছে প্যাঁচ,মিলনে বিরহ সুর।
বড় হতে চাই না আমি.....কান্না শিখে যাবো।
বড় হতে চাই না আমি,হাসতে ভুলে যাবো।
চাই না আমি চাঁদ মামাটার বয়স বাড়ুক ঢের।
চাইনা মিছে গল্প বুড়ী কল্পে হারাক ফের।


খেয়ালী ধূসর নিলিমায় জুড়ে ছোট্ট আঁখিপাত।
বড় হতে চাই না আমি,স্বার্থ চিনে নিবো।
বড্ড বেশী বড় হলে নিজকে ভুলে যাবো।
বড় হওয়ার প্রান্তিকালে,স্বপ্ন হারায় ক্লান্তিযোগে।
অগ্রজের আদর হারায়,অনুজের দৃষ্টি ঠোঁটে।
বড় হতে চাই না আমি, মা যদি হয় শুভ্র কেশী।


বড় হওয়ার প্রাপ্তিতে,মঞ্চ নাটক হয় স্ব-চরিত্রে।
দ্বিপ্রহর মেখে গায়ে বাড়ী ফেরার অমোঘ তাড়া।
ছোট ছোট মুখগুলো আর পিছু ডাকেনা,
বলেনা তেড়ে এসে,এবার তোর পালা।
বড় হয়েছি আমি,হয়েছে তারা।
ভুল ছিল রূপকথা,বুড়ো হলো চাঁদ মামা।
সময়ের বাহুডোরে জেগেছিল পরগাছা,
বড় হওয়ার দৃশ্যপট শিকড়ে-শিখরে।
বাচ্চামী আবদারে তবু বড় হতে চাই না আমি।