আমি ছন্দ জানিনা, তোমাকে জানি।
অল্প হলেও তোমায় ছুঁয়ে দেখতে চাই।
এটা কী স্বপ্ন নাকি বাস্তবতা?


নিয়মের বাহিরে শত অনিয়ম।
তবু তোমাকেই চাই বাহুডোরে।
এক পৃথিবী সাজাবো বলে!


বলা হয়নি হাতে রেখে হাত,
ভীষণ রকম ভালোবাসি তোমায়
তোমাতে হারিয়ে হবো ফেরারি।


সময়ের ঘূর্ণিতে আসুক যত বাঁধা,
এক সাথে রবো সমুদ্র স্রোতে।
যেন অবিচ্ছেদ্য এক সত্বাসঙ্গী।


ভীষণ ঝড়ে যদি তরী ডুবে যায়,
সূচনাতে নব টাইটানিক হবে ইতিহাস।
তবু তোমার হাতটি ধরবে আমার শেষ নিঃশ্বাস।