কথা যেন তীর ও ধনুক ছুঁড়ে দিলে ফিরে নাতো আর,
কথার যুক্তি আনে মুক্তি সুন্দর সব সফল চেতনার।
দিয়েছিলে কথা তুমি, কথাগুলো রাখবে গো,
ভালোবাসা-প্রীতি-প্রেমে সারা জীবন ঢাকবে গো।
মিথ্যে অহংকার,
কথাগুলো কথার কথাই ছিলো বুঝেছি এবার।


চন্দ্র কথা দিয়েছিল আলো দিবে পূর্ণিমায়,
ফিরে আসে প্রতিমাসে দূর আকাশের নীল ছায়ায়।
তুমি আজও ফিরলে না যে রাখলে না গো কোন কথা,
তাইতো, সাগর-মনে বাড়ে জলোচ্ছ্বাসের ব্যাকুলতা।
দুঃখ-ব্যথার ভার,
ছড়িয়ে পড়ে এই হৃদয়ে লক্ষ-হাজার হাহাকার।


কথাতে আজ বিশ্বাস নেই, মগ্নতা তাই কর্মেতে,
মিথ্যে কথার ছড়াছড়ি এখন সকল ধর্মেতে।
চৈত্র মাসের ঘূর্ণী হাওয়া ছিলো তোমার কথার তোড়,
'মরা হাতি উড়তে পারে', তাতে ছিলো এমন জোর।
ভাবছি, চমৎকার!
তুমি   অন্য কারোর পুতুল এখন, হলাম আমি দুরাচার।


০৭/০৩/২০২৩
মিরপুর ঢাকা।