(জাতীয় কবিতা পরিষদ-এর দপ্তর সম্পাদক
তরুণ কবি হানিফ খান
গত ১৫ এপ্রিল, ২০২৩ হৃদরোগে আক্রান্ত হয়ে
ইহলোক ত্যাগ করেন। সেই কবির স্মরণেই এ লেখা।)
-------------------------------------
চলে গেছো বহুদূরে, এতো স্বাভাবিক!
জন্ম মানে জীবনের মৃত্যু মৃত্যু খেলা।
হয়তো ছিলে না তুমি সূর্য আকরিক;
বলো, তবুও কিভাবে করি অবহেলা?
একনিষ্ট কাব্যকর্মী তুমি, শুদ্ধকবি;
স্বৈরাচারবিধোরী সকল আন্দোলনে
সতেজঃ সরব। সদাবিপ্লবীর ছবি
ভেসে ওঠে অন্যসব কবির মননে।


সব কিছু লয় হবে জগত-সংসারে,
লয় হবে পৃথিবীর সমুদয় কাজ।
সুন্দর সুকর্ম বেঁচে রয় অহঙ্কারে,
বুঝে গেছে তারা; বেঁচে আছে যারা আজ।
কবি হানিফ খান! তুমি নেই ভূধরে,
বেঁচে আছো আমাদের বুকের ভেতরে।


০৬/০৫/২০২৩
মিরপুর, ঢাকা।