চলমান জীবনের পথে পথে ঘুরি,
বিরহী অন্তরে বাজে কত শত সুর;
যেন এক শঙ্খচিল ভুল পথে উড়ি'
দেখে যায় পৃথিবীর নীল সমুদ্দুর।
অনন্ত বিস্ময় জাগে অন্তরে আমার!
সবকিছু ফেলে রেখে জীবন সংঘাতে
শ্রম-মেধা-শক্তি দিয়ে। যেমন কামার
সৃষ্টি করে নিত্যপণ্য সুনিপুণ হাতে।


আমার সৃষ্টিতে তুমি খুশি নও জানি;
তবুও, অদম্য ইচ্ছা চেতনার মাঝে
বারংবার ফিরে আসে। ভুলে পেরেশানি
শ্রম-মেধা দিয়ে যাই কবিতার কাজে।
কবিতার প্রেম যেন অন্তহীন নেশা!
যদিও, হয় না যে তা' জীবনের পেশা।


০৮/০৩/২০২৩
মিরপুর ঢাকা।


ছন্দ-মাত্রার রূপান্তরে আকারে পরিবর্তন হলেও, ভাবের পরিবর্তন নেই। পয়ারকে মহাপয়ারে রূপান্তর।
          অকাজের কাজ যত,
          করে যাই অবিরত।


চলমান জীবনের ঘূর্ণাবর্ত পথে পথে ঘুরি,
বিরহী অন্তরে বাজে দুঃখবহ কত শত সুর;
যেন এক শঙ্খচিল সারাদিন ভুল পথে উড়ি'
দেখে যায় পৃথিবীর সৌন্দর্যের নীল সমুদ্দুর।
অনন্ত বিস্ময় জাগে চরাচরে, অন্তরে আমার!
সবকিছু ফেলে রেখে একপাশে, জীবন সংঘাতে
শ্রম-মেধা-শক্তি দিয়ে সৃষ্টি করি। যেমন কামার
সৃষ্টি করে নিত্যপণ্য পেশীময় সুনিপুণ হাতে।


আমার সৃষ্টিতে তুমি কখনোই খুশি নও জানি;
তবুও, অদম্য ইচ্ছা মননের চেতনার মাঝে
বারংবার ফিরে আসে। ভুলে জীবনের পেরেশানি
শ্রম-মেধা দিয়ে যাই অবিরল কবিতার কাজে।
কবিতার প্রেম যেন কবিদের অন্তহীন নেশা!
যদিও, কখনো হয় না তা' এই জীবনের পেশা।


০৮/০৩/২০২৩
মিরপুর ঢাকা।