তুমি না থাকলে পৃথিবীর দিন এতো মিষ্টি হতো না
তুমি না থাকলে আষাঢ়-শ্রাবণ মাসে বৃষ্টি হতো না
তুমি না থাকলে বৃক্ষের কচিপাতা সবুজ হতো না
তুমি না থাকলে ভালোবাসায় এ মন অবুজ হতো না
তুমি না থাকলে ঢেউ তুলতো না নীল সাগরের নীর
তুমি না থাকলে পাহাড়েরা হতো চঞ্চল ও অধীর
তুমি না থাকলে রসগোল্লাও হতো তেঁতো আর টক।
তুমি না থাকলে বলো, কার সাথে করতাম বকবক?


তুমি আছো তাই প্রকৃতির সব সুন্দর লাগে খুব
তুমি আছো তাই অনুভবে দেখি পৃথিবীর বহু রূপ
তুমি আছো তাই ভালোবেসে যাই ফুল পাখি শিশু নদী
তুমি আছো তাই জীবনের পথে হেঁটে চলি নিরবধি
তুমি আছো তাই প্রতিদিন আঁকি স্বপ্নের কতো ছবি
তুমি আছো তাই শব্দে-ছন্দে হয়ে যাই আমি কবি...


১০/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।