আমার কবিতা তুমি স্বর্গীয় ছন্দের,
তুমুল বৃষ্টির জল শ্রাবণ-ধারার;
রূপময়ী উপমার দীপ্র আনন্দের
অনির্বাণ দীপশিখা স্নিগ্ধ অমরার।
সুখের তুলিতে আঁকি সেই রূপধারা,
অনন্ত বিস্ময় জাগে প্রেমী চেতনায়;
দেবীর আসনে রাখি হয়ে আত্মহারা,
তোমার তুলনা তুমি এ বসুন্ধরায়।
কালজয়ী কবিতার ভাবনা ও সুর
অন্তরে ঝংকৃত হয় বিপুল উৎসাহে।
দূর পথে বেজে যাওয়া বাঁশরীর সুর
অনন্তের লোকালয়ে মরমীয়া গাহে।
আমায় সতেজ করে রাখো যদি তুমি,
দক্ষ চাষী হবো আর তুমি হবে ভূমি।
০৮/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।