হৃদয় নদীতে ঢেউ নাচে প্রতিদিন,
ছলছল জল ছোটে সাগরের পানে;  
আশা নিয়ে চেয়ে থাকি; জীবন রঙ্গিন
করে নেবো সুদূরের আহ্বানের গানে।
চারিদিকে জল-স্বর, সুরেলা মধুর;
নীলরঙা আকাশের ছায়া পড়ে জলে;
ধূসর রঙের ছায়া, বেদনা বিধুর
জলের মুকুরে ঝরে দেখি কৌতূহলে।


নগ্ন ঠোঁটের জৌলসে বিস্ফারিত চোখ!
কামনার বীজ হতে জেগে উঠে যেন
ঘুমন্ত অগ্নিগিরির রুদ্র জ্বালামুখ।
মরা নদী অবেলায় ফুঁসে ওঠে কেন?
মৃতপ্রাণে ভালোবাসা গহন গভীরে
বয়ে যায় নদী হয়ে ধীরে ধীরে ধীরে।


১০/০৪/২০২৩
মিরপুর ঢাকা।