সমুদ্রের বালিয়াড়ি, চন্দ্রক্ষরা রাতে
প্রণিপাত ভঙ্গিমায় দু'যুগল হাতে
বলেছিলে- 'দেখো, কতো বিশাল সমুদ্র!
কী সুন্দর, মধুময়। কখনো সে রুদ্র।
কবিতার ছন্দ-তালে ঊর্মিমালা নাচে,
সমুদ্র আর কবিতা এক হয়ে বাঁচে'।
পাশাপাশি বসে আছি, স্বপ্ন বোনা চলে;
শিহরণ জেগেছিলো সাগরের জলে।


অতঃপর, বহুদিন যুক্তিহীনভাবে
কেটে গেলো আমাদের সময় সদ্ভাবে।
কালের প্রবাহে তুমি হলে দিগ্বিদিক,
হলে গোপন; তখন আমি দার্শনিক।
বহুদিন পরে দেখা, চলমান পথে;
বলেছিলে, 'আজো বেঁচে আছি কোনমতে'।


০৬/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।