কালের প্রবাহে রঙিন জীবন একদিন যাবে ভেসে;
ভাসাবে তোমার যৌবনকাল। অসুখ ও জরা এসে
জানাবে তোমায় অভিনন্দন; ভালো লাগবে না আর।
মনে হবে, তবে কি ভ্রান্তি ছিলো? মিথ্যে এ সংসার।
সময়ের দাম যে জন দিয়েছে দীপ্র-মানব কালে,
কাঙ্খিত সব ধন-সম্পদ সে পেয়েছে মণিজালে।
সকল তুচ্ছ অবহেলা করে মোক্ষপথের পানে
ধীরলয়ে চলো সততার সাথে জীবনের আহ্বানে।
ধরণীর বুকে সেরা সম্পদ মানুষের সু-চরিত্র
কথা ও কর্মে স্বচ্ছতা রেখে থাকে যদি সে পবিত্র।
পবিত্রজন এমনি রতন মানুষের প্রিয়জন,
সদ্ভাবে থেকে সকলের সাথে, সেতো সদাচারী হন।
মানুষ সাধনা যে জন করেছে ঈশ্বরজ্ঞানে ভবে,
সে জন লভেছে মানুষের প্রেম জীবনের উৎসবে।


০৭/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।