(সরদার তমিজউদ্দিন আহমেদ,
এডিশনাল কমিশনার, বাংলাদেশ পুলিশ।
আমার দেখা একজন ভালো মানুষ।)


তোমার কথা ভাবতে গেলে,
ঈর্ষা জাগে আমার দেলে;
সত্যি বলছি, তমিজউদ্দিন সরদার!
কেনো এতো ভালো হলে?
বসত কর সবার দীলে;
তুমি যেন এই ভুবনে
গহীন প্রেমের ভালোবাসার বরদার।
হাস্যমুখে তাকাও যখন,
আলোর জ্যোতি ছড়াও তখন;
যত দেখি ততোই আমার
লোভাতুরা মনে ঈর্ষা জাগে!
আবিলতা নেই যে মনে,
আছো লি-যা-ব-চা-র সনে;
শ্রদ্ধা-প্রেমে, ভালোবাসায়,
লালসাবিহীন প্রাণের অনুরাগে।


ভাবলে তোমায় ঈর্ষা জাগে
      আমার গোপন মনে;
আমি কেনো পারি না তা
      গভীর সঙ্গোপনে?


১০/০৩/২০২৩
মিরপুর ঢাকা।