অগ্নি-ঝড়োয়াল মার্চ! সৃষ্টির বৈভবে
আলোকিত বাংলাদেশ। দৃঢ় তর্জনীতে
জ্বলে ওঠে শপথের বাণী; অসম্ভবে
সম্ভবের কথা বলেছিলো আচম্বিতে।
সেই থেকে আমাদের আত্ম-সন্ধানের,
উপলব্ধির সময়। জন্ম-জন্মান্তর
যতো ঋণ হয়েছিলো পূর্ব পুরুষের;
সব শোধ করে সৃষ্টি হলো যুগান্তর।


স্বপ্নাতুর বাঙালীর মুক্তি সনদের
বীজ রোপিত করেছে রেসকোর্স মাঠে।
অতঃপর, মুক্তিযোদ্ধা ধূর্ত বেনেদের
করেছে নির্মূল বজ্রকণ্ঠী চারুপাঠে।
তর্জনী! আহা তর্জর্নী! সকল যাতনা
দূর করে আনে মুক্তি-মন্ত্রের চেতনা।


১৮/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।