দেখলে তোমার রূপের ছটা বিবশ হয়ে যাই;
তখন কেঁপে ওঠে আমার বিশ্ব-জগৎটাই।
নিটোল চলন, মধুর বলন, রূপের সুধারাশি;
উজ্জীবিত করে আমার হৃদয় প্রান্তে আসি।
        ডাকে আমায় দৃপ্ত সুরে
        সকাল-বিকাল, রাত-দুপুরে-
'চিরায়ত! তোমায় আমি অনেক ভালোবাসি'।


ছন্দ যখন বন্ধ ঘরে পাখা মেলে ওড়ে,
স্নিগ্ধ কথার চঞ্চলতা হৃদয় মাঝে ঘোরে।
তখন আমি কাব্য মাঠে ভাবের নৌকা বাই;
নিত্য নূতন ছন্দধারায় কাব্য লিখে যাই।
        বাউড়ি বাতাস বাদাম ঠেলে
        চেয়ে থাকি নয়ন মেলে
সুর-বেসুরে রবীন্দ্রনাথ-নজরুলকে গাই।


কিন্তু তোমার রাতুল চরণ থামলো না যে শেষে,
আমার জীর্ণ-শীর্ণ-ভাঙা কুটির প্রান্তে এসে।


১৮/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।