(আজ বিশ্ব কবিতা দিবস।  ১৯৯৯ সালে ইউনেস্কো ২১ মার্চ তারিখটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে পালন করার ঘোষণা দেয়। এই দিবস পালনের উদ্দেশ্য হল বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষাকে উৎসাহিত করা।)
--------------------------------------------
কবিতা গঠন, কবিতা পঠন, কবিদের সম্মানে
শত রঙ দিয়ে ছবি আঁকো কবি। জীবনের গানে গানে
ছড়িয়ে পড়ুক প্রেম-প্রীতি আর মানবিক আহ্বান;
মানুষ থাকুক মানুষের কাছে অনাবিল, অম্লান।


ভাবনায় হোক চির-জাগরূক অসীম সাহসী সব
মানুষের কথা। অনিন্দ্য যতো জীবনের উৎসব
ছড়িয়ে পড়ুক পৃথিবীর সমুদয় পাঠকের মনে,
শুদ্ধ ভাবনা আনন্দ-রসে, শান্তির অঙ্গনে।


কবিতার বুকে যে পুষ্প ফোটে, তার সৌরভখানি
ছড়াও ভুবনে সুনিপুণভাবে দূরলোক হতে আনি'।
সব শিল্পের শ্রেষ্ঠ শিল্প কবিতার বাণী; কবি!
তোমার কবিতা হোক মানুষের জীবনের ছায়াছবি।


পোয়াতি-বেদনা জেগে উঠে প্রাণে, কবিতার সৌরভে,
পশরা সাজায় সবিনীত হয়ে মানবিক বৈভবে।
প্রাণের ভেতরে প্রাণ জেগে উঠে, জীবনকে ধরি বাজি,
কবি ও কবিতা জীবনের কথা অমূল্য ধনরাজি।


দুঃখকে কবি করে যে সঙ্গী সৃষ্টির উল্লাসে,
সৃষ্টির সাথে স্রষ্টার মতো কবিও কাঁদেন ত্রাসে।
কবিতার বুকে খুঁজে ফেরে নিতি বিস্তর প্রহ্লাদ,
কবিতার সুর ঘুচায় মনের অনন্ত অবসাদ।


কবিতা কি প্রাণ? জীবনের গান? বেদনা মথিত গীত?
কবিতা কি প্রেম? জল-ঝড়োয়াল প্রকৃতির সঙ্গীত?
কার বুকে রাখি দুঃখবোধের জীবনের আশ্বাস?
জগতের মাঝে নাই কি রে কোন কবিতার বিশ্বাস?


তুমি তো আমার অমর কবিতা সারা জীবনের তরে?
অমিয় রসের অমৃতের বাণী শুনবো তোমার স্বরে।
দুঃখকে ফেলে সুখের বিলাসে মেখে দেবে, ওগো মেয়ে!
প্রাণোচ্ছাসের কল্পনা গেঁথে, তাই আছি আজো চেয়ে।


অভিনন্দন, হে কবি! বিশ্ব কবিতা দিবস আজ;
তোমার কলমে হয় যেন উদ্ভাসিত সোনার তাজ।।



২১/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।