জাত নিয়ে সব বজ্জাতিরা জাতের হিসেব দেখে,
জাত নেই ঐ স্রষ্টার কাছে বলছে কালামেতে।
        জন্মেতে তুই কি জাত ছিলি?
        মরার সময় কি জাত নিলি?
থাকতে বেঁচে জাত কুড়ালি সুন্দর পৃথিবীতে।


সাদা-কালোয় নেই ভেদাভেদ তাঁর কাছে সব একই,
বিশ্বভুবন ভ্রমণ করে সত্য এটাই দেখি।
        জাতের নামের দেয়াল তুলে,
        জাত্যাভিমান করিস ভুলে;
স্বার্থবাদীর জাতের মূলে সবই ভুয়া-মেকি।


জাতের বড়াই করিস নারে আগে মানুষ হ',
উঁচু-নিচু, ধনী-গরীব সকলেই এক ক'।
        প্রাণ ফুরালে রবে কি আর?
        থাকবে না তোর জাতের বিচার;
জাত ভুলে তুই বিশ্বপিতার আশির্বাদ আজ ল'।


ধর্মগুণে কেউ বড়ো নয় সবাই এক সমান,
জন্ম বাঁচা মৃত্যুবরণ সব তারই প্রমাণ।
        জাতের সৃষ্টি সকল বদের,
        কাঠ মোল্লা আর পুরহিতের;
ভাঙতে শিকল বজ্জাতিদের হ' তুই আগুয়ান।


১৯/০৬/২০২১
মিরপুর, ঢাকা।