কী এক মোহিনী শক্তি! তোমার আহ্বানে
শত কর্ম ফেলে রেখে আমি ছুটে আসি
সান্নিধ্য পাবার জন্য। জীবনের ঘ্রাণে
মরণকে তুচ্ছ করে প্রাণ খুলে হাসি।
কলাপাতা যে প্রকারে দখিনা বাতাসে
তোলপাড় করে ওঠে সবকিছু ত্যাগী';
তেমনি বিরহী হিয়া থেকে থেকে হাসে
প্রিয়তম প্রিয়তির পরশের লাগি'।


সান্নিধ্যের কামনার পুলক আবেগ
অনন্তকালের প্রেমে অকুল নিদাঘে
বৃষ্টির কামনা করে। তুমি সেই মেঘ,
অঝোর ধারার ঝরো প্রেম অনুরাগে।
স্বর্গপতিত উজ্জ্বল আলো, ভালোবাসা;
ক্ষণস্থায়ী পৃথিবীতে তুমি যেন আশা।


২১/০৬/২০২১
মিরপুর, ঢাকা।