স্বপন জলের স্রোতে বুঝি আজ মোহন মদিরা মিশে
রাতের বিবরে রিনিঝিনি সুর ঝিঁঝিঁর কণ্ঠে বাজে;
চারিদিকে হাসে তারার বালিকা জোনাকি পায় না দিশে,
ধীর পদভারে প্রিয়তি এসেছে; তাই, মরি আজ লাজে!
চাঁদহীন রাতে তারার মেলায় নীরব গোপনে এসে
নয়নে নয়ন রাখি দুইজন মিলন মধুর রাগে;
হাতে হাত ধরে হেঁটে যাই দূরে সুগভীর ভালোবেসে
আঙুলে আঙুল জড়িয়ে ধরেছি বিমুগ্ধ অনুরাগে।


একি মহা-প্রেম! নাকি ভালো লাগা! দেহের আকুতি মনে,
নিকষ কালোর অন্ধকারের রাতের মহিমা ফোটে;
লতার মতোন জড়িয়ে ধরে সে গভীর আলিঙ্গনে,
কোমল কুসুম পরাগের মতো তুলে ধরি করপুটে।
খেয়ালি মনের সব অনুযোগ ছুঁড়ে ফেলে দিয়ে দূরে,
আমরা দুজন ভেসে চলি আজ আদিম গানের সুরে।


২০/০৬/২০২১
মিরপুর, ঢাকা।