আজি ভোর বেলাতে উঠলো কেনো পাখিরা গান গেয়ে?
       সূর্য কেনো উঠলো হেসে পুবের পথটি বেয়ে?
                  এসেছিলে রাত্রিকালে
                  বেঁধেছিলে স্বপ্নজালে
       তাই বুঝি আজ বিশ্বভুবন জাগলো যে সুখ পেয়ে।


আজি গাছের পাতা সবুজ হয়ে উঠলো কেনো হেসে?
       পুষ্প কেনো খুললো নয়ন রাতের অবশেষে?
                  বৃষ্টিঝরা গহীন রাতে
                  বসেছিলে নয়নপাতে
       তাই বুঝি এই বসুন্ধরা সাজলো নতুন বেশে।


আজি নদী কেনো কলকলিয়ে ছুটছে আপন মনে?
       আকাশ কেনো আসলো নেমে দূরের শ্যামল বনে?
                  উঠলো নেচে ভোরের তারা
                  পাহাড় সাগর বসুন্ধরা
       তাই বুঝি মন সুখ পেতে চায় তোমার আলিঙ্গনে।


২৩/০৬/২০২১
মিরপুর, ঢাকা।