তুমি যে আমার প্রভাতের আলো তরুণ অরুণ হাসি,
তুমি যে আমার দুঃখ ভোলানো সুখের স্বপ্নরাশি।
তুমি যে আমার ইচ্ছাপূরণ শ্যামল সবুজ গ্রাম,
তুমি যে আমার বহমান নদী ছুটে চলা অবিরাম।
তুমি যে আমার শীতল পরশ তপ্ত নিদাঘকালে,
তুমি যে আমার বিজয় তিলক পর্যুদস্ত ভালে।
তুমি যে আমার বিস্তৃত মাঠ বাধাহীন চলাচল,
তুমি যে আমার মধুমতি নদী জলরাশি কোলাহল।
তোমাকে পেলেই বুকের গহীনে জেগে উঠে কলরব,
তোমাকে পেলেই হৃদয়ের তলে তোলপাড়ে উৎসব।
তোমাকে পেলেই হাজার আবেগ সুর করে গান গায়,
তোমাকে পেলেই ব্যর্থতা সব বহুদূর চলে যায়।
তোমাকে পেলেই দিশেহারা হই অশ্রুতে ভেজে বুক,
তোমাকে পেলেই জীবন সহজ, তাই এতো উন্মুখ।


২৫/০৬/২০২১
মিরপুর, ঢাকা।