হাত বাড়ালেই পাই যদিবা
        কোমল হাতের ছোঁয়া,
তখন তুমি রও না মনের পাশে;
গভীর করে থাকো মনের মাঝে,
যখন তুমি বসত করো
        বহুদূরের দেশে।
স্বপ্ন বুনি আকাশ-পাতাল
        বিশ্বজোড়া ছবি,
আঁকি তোমায় ভাবনার ক্যানভাসে;
ভিঞ্চি কিংবা ভ্যানগগেরই হাতে
ফুটিয়ে তুলি রূপ অপরূপ;
        সেই ছবিটা হাসে।
তুমি যেনো চাঁদ-তারা-সূর
        দূরের নভতলে,
একলা জ্বলো, একলা রহো বসে;
নীল যমুনার জলের খেলা দেখি,
করুণ সুরের বীণা বাজাই
        সুপ্ত শোকের শেষে।


৩০/০৬/২০২১
মিরপুর, ঢাকা।