পণ করেছি মান ভাঙাতে করবো না আর ফোন,
'সেফটি জোনে' একলা রবো নীরব সারাক্ষণ।
যাক না ভেসে লেনাদেনা, যাক না ভেসে সব,
ইউটিউব ও ফেসবুকেতে করবো কলরব।
প্রেম-পিরিতি, ভালোবাসা থাক না এবার দূরে,
আপন মনে নেচে যাবো নিরুর বাঁশির সুরে।
রোম পুড়ে যাক, পুড়ুক ঢাকা তাতে আমার কি?
বাদলা দিনে উড়ুম ভাজায় ঘৃত মেখেছি।


আপাততঃ বন্ধ করি শালিক পাখির গান,
দিচ্ছে না কেউ এসএমএসও ভাঙতে অভিমান।
একলা আমি রুদ্ধ ঘরে স্বপ্ন নিয়ে খেলি,
লাল ফিতাতে বাঁধছি এখন সেই কিশোরীর চেলি।
চোখ দুটো যার কাজল বরণ, গাল দুটো তুলতুল,
স্বর্গচ্যুতা বললে যারে হবে নাতো ভুল।
জোলাভাতির হাঁড়ি-কুড়ি দুঃখ আনে মনে,
বর্ষাকালে স্বপ্নজালে বিভোর সঙ্গোপনে।


০৫/০৪/২০২১
মিরপুর, ঢাকা।