বাজ কি শুধু ধরণীতে উপর থেকেই পড়ে?
সৃষ্টি কি তার উর্দ্ধাকাশের মেঘের বক্ষ চিড়ে?
সত্য হলো বিদ্যুৎ-শিখা অনন্ত বিজ্ঞান,
মর্ত্যলোকের তড়িৎ মিলে তীব্র আলো ঝরে।


মেঘের তড়িৎ-চার্জ যদি হয় প্রচুর ঋণাত্মক,
মর্ত্যলোক সৃষ্টি তখন তড়িৎ ধনাত্মক;
আকর্ষণে চার্জ বেড়ে যায় মিলে পরস্পরে,
তখন দেখি বাজের সাথে বিদ্যুত-চমক।


চমকে উঠে গাছের পাতা, চমকে উঠে বাড়ি,
বজ্রপাতে মৃত্যু হলে ওঠে আহাজারি,
বিজ্ঞানে কয়, বাঁচতে হলে বাজের কবল থেকে,
বনস্পতি বৃক্ষ লাগাও প্রচুর সারি সারি।


ধ্বংস করে বৃক্ষরাজি বাঁচার প্রবল আশ,
মূর্খজনে এমন আশা করেন বার মাস;
প্রকৃতিকে ভালোবেসে সংরক্ষণ হলে,
ঘটবে না যে হঠাৎ বজ্রপাতে সর্বনাশ।


০২/০৭/২০২১
মিরপুর, ঢাকা।


(বিজ্ঞান কবিতা)