ছন্দকথা বন্ধ হলে কাব্যকথায় থাকে কি?
গরু-ছাগল, ভেড়া-মহিষ চোখে কাজল মাখে কি?
কাব্যকলার জ্যোতিষ্ক যে ছন্দমাখা শব্দটি।
রুই-কাতলা যায় কি বলা দেখলে বড় সরপুঁটি?
অন্ত্যমিলের অন্ত্যানুপ্রাস ছন্দকথা নয়তো নয়,
ছন্দহারা কবি যারা, তাকেই ছন্দ হয়তো কয়।
ছন্দ হলো মাত্রা ও তাল নদীর জলে ঢেউ তোলে,
দুলিয়ে তরী কাব্যকথার প্রাণের ভেতর দোল খেলে।
ছন্দ আছে বাংলা ভাষায় মাত্র মূলে ত্রিধারায়,
সকল কবি জানেন, শুধু মানেন না যে কবিতায়।
কাব্যকথায় ছন্দ পেলে পাঠকহৃদয় পায় মজা,
ছন্দ নিয়ে লেখালেখি যদিও তা নয় সোজা।
ছন্দ যদি থাকে মনে বন্ধ হয় না কবির সুর,
মরুকে সে সতেজ করে বাজিয়ে বাঁশি সুমধুর।
জগৎখ্যাত কবি যতো ছন্দ ছাড়া লিখছে কি?
বর্তমানের কবিকুলে সে সব পড়ে শিখছে কি?
ছন্দটাকে বাদ দিলে যে হয় না কবিতার কথা,
কবীর বলে, সব কবিকে জানতে হবে ছন্দতা।


০৬/০৭/২০২১
মিরপুর, ঢাকা।