কবিতা শুধুই কবিদের কথা নয়;
কবির কবিতা সকলের কথা কয়।


এ কবিতাটি আসর-কবি শাহানারা মশিউর (চারুলতা কবি)-কে স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধাসহ উৎসর্গ করা হলো।
---------------------------------------
সম্ভাবনার দুয়ার খুলে দাও আজ,
শুভ্রতার অনুরাগে; প্রাণের মহিমা,
তুলে রাখা ভালোবাসা, মুগ্ধ কারুকাজ,
হৃদয়ের কুঞ্জ খুলে জাগাও চন্দ্রিমা।
আগ্নেয় প্রেমের চাপে ক্লান্ত হয়ে যায়
চিরকুমারী অহনা। প্রেমের প্রলয়
নামে নির্বাক সংলাপে, অব্যক্ত মায়ায়;
সায়াহ্নের স্পর্শে ঘটে জীবনের ক্ষয়।


সোনার হরিণ ছোটে গহীন জঙ্গলে,
চলে অনন্তের দিকে অসময়ে, হায়!
একটি কবিতা যেন মানব মঙ্গলে
বিকশিত হয় সূর্য-শৈল্পিক বিভায়।
চোখের সামনে চোখ, স্বরচিত বৃত্ত;
শূন্যতাকে ঘিরে রাখে প্লাস্টিকের চিত্ত।


১০/০৭/২০২১
মিরপুর, ঢাকা।