সাগরের জল শান্ত এখন কালের আবর্তনে;
তরঙ্গভঙ্গের গর্জন ঊর্মিতে নেই আজ।
বিশাল! অথচ অচঞ্চলতা; শান্ত সুবোধ মনে
উদাসী লহরী চুম্বন করে বালুকার কারুকাজ।
কত সাম্পান বুক চিড়ে তার চলে গেছে বহুদূরে,
সেই সব রেখা বুকের ভেতরে শিহরণ তুলে যায়।
বিগত দিনের মাঝি-মাল্লারা করুণ বাঁশির সুরে
মর্সিয়া রাগে গান গেয়ে যায় অশান্ত দরিয়ায়।


কর্মচপল দেহের পেশিতে শিথিলতা নেমে আসে,
উর্মিমালার ঝিমানো আওয়াজ বাউল গীতের সুরে
টুং টাং স্বরে বেজে যায় আজো সিন্ধুর নিশ্বাসে;
গোধূলি আলোয় হেঁটে চলে একা দূর থেকে বহুদূরে।
সৈকতে দেখি অপরূপ সাজে শেফালি-শুভ্র মেয়ে,
দু'হাত বাড়িয়ে আহ্বান করে অকরুণ চোখে চেয়ে।


১০/০৭/২০২১
মিরপুর, ঢাকা।