একটিও শব্দ উচ্চারণ করেনি সে
বলেনিকো কোন কথা আকার ইঙ্গিতে
শুধুই দাঁড়িয়েছিলো বিমূর্ত মূর্তির মত
অপলক দু'টি চোখ মেলে।
চোখের জ্যোতির অভ্যন্তরে
খেলা করে যায় হাজার ভাষার কথা-
রাগ, ঘৃণা, ঈর্ষা, অভিমান আর ভালোবাসা।
কালো ওই নয়নের ভাষা পড়েছে যে
লক্ষ কবিতার শব্দ
নদীর জলের কুলুকুলু স্বরে বয়ে যায়
দীব্য কর্ণে শুনে প্রেমিক সুজন।
যার টানে চণ্ডিদাস
বার বছর শুকনো পুকুুরে বড়শি বায়।
যার টানে কায়েস উন্মাদ হয়ে
মজনু খেতাবে হয় ভূষিত ধরায়।
বলো, সে চোখের ভাষা ভোলা কি সহজ?
দিবানিশি দোল খায় বিক্ষত হিয়ায়
যার নাম- ভালোবাসা।
যার ষ্পর্শে মৃত পরানের তলে
ফুলে-ফলে হেসে ওঠে
তুলে আনে বেঁচে থাকার অনন্য আশা-
সে চোখের ভাষা- ভালোবাসা।


০২/০৬/২০২১
মিরপুর, ঢাকা।