খেলনা গাড়ি, ব্যাট, সাইকেল ভাল্লাগে না আর,
মোবাইল হলো মজার জিনিস বড়োই চমৎকার!
গান শোনা যায়, গেম খেলা যায় আর দেখা যায় ছবি,
ফেসবুক আর ইউটিউব যে এখন খোকার 'হবি'।
মোবাইল এসে নিয়ে গেছে খেলাধুলা যত,
খোকন এখন মোবাইল 'বাটন' টিপে অবিরত।
ইয়ারফোনের টোপলা দুটো কানের ভেতর গুঁজে,
তা রে না রে গান শুনে আর থাকে চক্ষু বুজে।
মাথা দোলায় এদিক ওদিক, পা ঠুকে যায় তালে,
ডেঙ্গু মশা কামড়িয়ে যায় তুলতুলে তার গালে।
'ইউর হবি' রচনাতে লিখবে না কেউ, জানি,
বই পড়া, বাগান করা মিথ্যে কথার বাণী।
খোকন সোনা কয় বাবাকে, 'মোবাইল বড্ডো প্রিয়,
ভালোবাসো যদি বাবা, আইফোন কিনে দিও।
গল্পের বই, রং-তুলি, বল চাই না যে আর আমি,
থাকলে মোবাইল ঘরের ভেতর থাকবো দিবস-যামী।


০৮/০৬/২০২১
মিরপুর, ঢাকা।