কবি আল মাহমুদ নামে খ্যাত মির আবদুস শুকুর আল মাহমুদের জন্ম ১১ জুলাই, ১৯৩৬ এবং মৃত্যু ১৫ ফেব্রুয়ারী,২০১৯।  কবির লেখা কবিতা ''কাঁপুনি'' পাঠের পর সৃষ্টি  আমার এ কবিতাটি। ''কবি চিরঞ্জীব'' প্রয়াত কবি আল মাহমুদের প্রতি উৎসর্গ করা হলো।
--------------------------------
কবির বিদায় হয় না কখনো ভবে;
অজর কবিতা ভালোবাসা নিয়ে
        জেগে ওঠে উৎসবে।
যতোই কাঁপুক কবির শরীর
        মৃত্যু হয় না তার,
বেঁচে রহে কবি সকল অসম্ভবে;
কবি যে ভুবনে কালের বারতা-
        ঈশ্বর-অবতার।


যুদ্ধের মাঠে, জাগরণী গানে
        কবির কণ্ঠস্বর;
আঁধারের মাঝে আলোর মহিমা
        আনে সে নিরন্তর।
বেলা ডুবে গেলে রাত্রির শেষে
        আবার সূর্য উঠে,
কবির কবিতা বাতি হয়ে জ্বলে
        জীবনের করপুটে।


১৪/০৭/২০২১
মিরপুর, ঢাকা।