আমার সাথে থাকে মিশে
কিন্তু আমায় দেয় না দিশে।
যতই দূরে যাই না আমি
আমার সঙ্গে সে-ও যায়
হাঁটলে হাঁটে, থামলে থামে
ছুটলে আমার সঙ্গে ধায়।


দিলে ঘুসি জোরছে ঠুসি
সে যেন হয় বেজায় খুশি।
পাল্টা ঘুসি মেরে দিয়ে
মিটি মিটি তাকায় সে
বসার থেকে উঠলে আমি
আমার সাথে দাঁড়ায় যে ।


হাসলে আমি সে হাসে না
কাঁদলে কভু সে কাঁদে না।
দিন ফুরালে, গাছের তলে
থাকে না সে সঙ্গেতে
আমি তখন একলা একা
ঘুরে বেড়াই রঙ্গেতে।


১৬/০৭/২০২১
মিরপুর, ঢাকা।