বয়স যখন বাড়ে     মানুষের সংসারে
        শক্তি ক্রমশঃ লীন হয়ে যায়,
সম্মুখে চায় তারা     আলোহীন পথহারা
        তাইতো, পিছনে বারেবারে চায়।


সামনে অন্ধকার     পথ নেই এগুবার
        আশার প্রদীপ নিভু নিভু জ্বলে,
জরাজীর্ণতা এসে     দেহের খাঁচায় বসে
        অতীতের কথা ধীরে ধীরে বলে।


ফেলে আসা দিনগুলো     কাদামাটি, ছাই-ধুলো
        আলোকিত হয়, বেজে ওঠে বাঁশি,
কথা ও কাব্যে তাই     ওসব লিখে সদাই
        মন্থন করে সেই সুধারাশি।


হায়! মানুষজীবন,     সচল প্রস্রবণ
        নিয়ত চলেছে অজানার পথে,
সম্মুখে যত যায়     আঁধার দেখতে পায়
        স্থবিরতা নামে তার মনোরথে।


১৮/০৬/২০২১
মিরপুর, ঢাকা।