বেসরকারি টিভি হওয়ার পরে
হাজার হাজার আঁতেল যাচ্ছে বেড়ে;
        টকশো করে রাত্রি জেগে তারা।
মাঝে মধ্যে করে মারামারি,
এয়ার-অনে তর্ক, কাড়াকাড়ি;
        কথার চেয়ে শক্তি দেখায় যারা।


তারাই এসে নিত্য-নিতুই দিনই
        কথার তোড়ে কাঁপায় টিভি-স্ক্রিন;
ভাবখানা যে তারাই বিপুল জ্ঞানী,
        শ্রোতৃবৃন্দ সকল অর্বাচীন!


অন্তর্জালের ফেসবুকটি এসে
লেখক-কবি বাড়াচ্ছে সব দেশে;
        যাচ্ছেতাই লিখছে নিজের পেইজে।
পরের লেখা চালায় নিজের নামে
কাট-পেস্টিং করে চামে চামে;
        শুদ্ধ জ্ঞানের বাহার তাদের নেই যে।


শত শত গ্রুপের পাতায় এসে
সকাল বিকাল লেখা ছাপায় হেসে,
সেরা-লেখক সনদ পেয়ে, শেষে
        বাক-বাকুম খুশিতে আটখানা।
লেখা পড়ে কান্না যে পায় অতি,
ছন্দবিহীন কাব্যের দুর্গতি!
ডিজে তালে নাচছে যেন সতী-
        তা-রে না-রে, তা-রে না-রে, না-না।


১৬/০৭/২০২১
মিরপুর, ঢাকা।