বৃষ্টি ঝরছে তুমুল শব্দ করে
তবুও, যে মনে বহে না শীতল হাওয়া;
অতীতের কথা আকুলতা হয়ে ঝরে
কখনো ছিলো না এমন জীবন চাওয়া।
দুঃখেরা এসে চেপে ধরে আজ বুকে
আহত পরান অবিরাম কেঁদে যায়;
বিন্দু বিন্দু অশ্রু ঝরছে চোখে
আঁধারের রাতে চেয়ে থাকি জানালায়।
একেলা এখন খুলেছি স্মৃতির ঝাঁপি
সাদাকালো সেই পুরনো দিনের কথা;
গহীন নিশিথে প্রেমের ওজন মাপি
বেড়ে যায় আজ হৃদয়ের ব্যাকুলতা।
সেই সব কথা কবিতার বাণী হয়ে
ছুটে চলে দ্রুত নদীর স্রোতের মত;
যতবার ভাবি প্রিয়তি তোমাকে লয়ে
বিপুল কষ্ট বুকে বাজে অবিরত।


১০/০৬/২০২১
মিরপুর, ঢাকা।