দেখেনি তোমারে তার অন্তরে,
      তবুও সে নেচে যায়,
সুর করে গান গায়;
অসীম পথের সহযাত্রীর
      পরম বিলোলতায়।


সোনার লেখনী যুগ যুগ ধরে
      তোমার রূপের ধারায়,
কবিদের মন হারায়;
শিল্পীর তুলি বিমোহিত হয়ে
      সেই রূপে হাত বাড়ায়।


মধ্যরাতের হাহাকার উঠে
      বিরহীর তনু-মনে,
নীরব সঙ্গোপনে;
সারারাত চষে ভাবনার জমি
      প্রিয় কমলার সনে।


জীবনের কাছে প্রত্যাশা করে
      ধুলো ওড়া পথে পথে,
চলিতে সোনার রথে;
থেমে গেলে রথ ভারাতুর প্রাণে
      বেঁচে থাকে কোন মতে।


ওলো সুন্দরী! যুগে যুগে এসো
      শত রূপে শত নামে,
আমাদের ধরাধামে;
বিনিদ্র রাতে ভরে রাখে তোমা
      রূপালি চিঠির খামে।


১২/০৭/২০২১
মিরপুর, ঢাকা।