তুমি যদি তুমি হও, আকাশের তারা
দীঘল বেনিতে গেঁথে দেবো। আত্মহারা
হয়ে জোছনার চূর্ণে তোমায় সুন্দর
করে সাজাবো ভুবনে; নিত্য নিরন্তর।
পাতার সবুজ ছেনে মাসকারা করে
কাজল নয়নে দেবো গভীর আদরে।
তুমি যদি তুমি হও, আমি হবো কবি;
রাঙা পায়ে এঁকে দেবো প্রভাতের রবি।


তোমার বিরহে কাঁদে উপেক্ষিত মন,
নাম ধরে ডেকে যায়- 'এসো প্রিয়জন'।
কোমল হৃদয়খানি করেছি নিলাম,
জীবনের সব প্রেম প্রণামী দিলাম।
যা কিছু নিজের আছে- প্রেম ভালোবাসা,
তোমার চরণে ঢেলে মিটাই তিয়াসা।


২৯/০৬/২০২১
মিরপুর, ঢাকা।