তোমার তরে পোটলি করে ভালোবাসা যাচ্ছি রেখে,
নয় দ্বিগুনে আঠারোটা, আর যেওনা তুমি বেঁকে।
ক্যান আঠারো? প্রশ্ন করো; বলছি আমি, তবে শোনো-
তোমার গায়ে আঠারোখান ফুল ফুটেছে তা' কি জানো?
তাইতো আমি আঠারোটি মোমের বাতি কিনে রাখি,
রাগ করোনা লক্ষ্মী সোনা, তুমি আমার প্রাণের সাকি।


সুনীল বাবু বরুনাকে একশত আট পদ্ম দিলো,
বরুনাটা বেজায় খারাপ! তাঁর কথাটি না রাখিলো।
তুমি আমার বরুনা নও, নওকো বুদ্ধুদেবের নীরা,
তুমি আমার কাঁচাসোনা, কাচ কাটা এক সূক্ষ্ম হীরা।
তোমার জন্য পাড়তে পারি আকাশ থেকে চন্দ্র-রবি,
তোমার জন্য হতে পারি ছ্ন্নছাড়া বাউলা কবি।
চাইলে তুমি থাকবো বেঁচে, মরতে কইলে যাবো মরে,
চাও যদিবা রুদ্ধ ঘরে রইবো হাজার বছর ধরে।


আঁকবো ছবি নদী-নালার, তোমার চোখের লাল রোষানল,
অন্নবিনে হন্নে হয়ে খেয়ে যাবো রস-হোমানল।
নয় দ্বিগুনে আঠারোটি পোটলি রেখো খুব যতনে,
পেলে তোমায় মুড়ে দিবো হিরা-পান্না নীল রতনে।
সাত জনমের ভালোবাসা! নিত্য তোমায় চাই যে মনে,
হাজার বছর তোমার সাথে কাটাবো কাল সংগোপনে।


২২/০৩/২০২৩
মিরপুর, ঢাকা।