ও বলে, সে করছে চুরি;
      সে বলে, ও চোর!
চোরে চোরে মাসতুত ভাই;
      জানি, জীবন ভর।
লাভের আশায় গলা কাটে,
মৃতজনের গণ্ড চাটে।
ময়লা থেকে পয়সা তোলে
      দাঁতে কামড় দিয়ে,
বাংরেজিতে কথা বলে
      চোখ দুটৌ উল্টিয়ে।


সরকারি সব ডিপার্টমেন্টে
      চোরের দাপট বেশি,
স্বদেশীদের দেখলে দেখায়
      ভাবখানা পরদেশী।
কোট-প্যাণ্ট-টাই গায়ে চেপে,
কদম ফেলেন মেপে মেপে।
জায়গা-জমি, বাড়ি-গাড়ি,
      ফ্ল্যাট কিনে নেন তারা,
জনগণের রক্ত-শোষক!
      ভদ্র সাজেন যারা।


কথায় কথায় ভাবটা দেখায়
      সাধু ও সন্ন্যাসী,
সুযোগ পেলেই কর্ম ফেলে
      ছোটেন মক্কা-কাশী।
কিন্তু তাদের বোধের ঘরে,
।ইবলিসেরা খেলা করে।
ফান্দে পড়ে পড়লে ধরা
      রয় না মনের জোর,
ও বলে, সে করছে চুরি;
      সে বলে, ও চোর।


৩০/০৭/২০২১
মিরপুর, ঢাকা।