জীবনের গতিধারা বিশুদ্ধ গণিত শাস্ত্র নহে,
দু'য়ে দু'য়ে চার হবে। যথাযথ নিয়ম-কানুন
মেনে হেঁটে চলে যাবে সন্তর্পণে সংকটের কালে।
পিরিতির রীতিনীতি চিরকাল সহজ সরল
পথে চলে অবিরাম। সেখানে চলে না গণিতের
কাঠখোট্টা সূত্রাবলী। সমস্যার বিচিত্র তীরের
ফলায় তীর্যকভাবে আহত হওয়ার অভিজ্ঞতা
বুঝিয়ে দিয়েছে, এই চিরন্তন সত্য দর্শনের।


আজ অক্রুরের মাঝে নিরন্তর বহে বসন্তের
প্রদাহবহ বাতাস; শীতের বাতাস থেকেও তা'
কষ্টপ্রধান নির্যাস আনে। কতো নিষেধের ধারা
তুলে ধরে সমাজের যতোসব আইন-কানুন!
বিশুদ্ধতর গণিত থেকে বেশী নির্মম, দুর্বোধ্য,
চিন্তনীয়। নিরন্তর জীবনকে করে পরাহত।


১৪/০৮/২০২১
মিরপুর, ঢাকা।